কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান রউফের ইন্তেকাল
কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ (৭৫) আর নেই। রোববার রাতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি----রাজিউন)। তিনি প্রয়াত হাজী এয়াকুর আলী সওদাগরের ৪ ছেলে ২ মেয়ের মধ্যে ৪র্থ ছিলেন।
অধ্যক্ষ রউফের ভাতিজা নজরুল ইসলাম জানান, বুকে ব্যথা হলে তাকে রাত সাড়ে ১১টার দিকে নগরীর মুন হসপিটালে নেয়া হয়। কিন্তু চিকিৎসা শুরুর পূর্বেই তিনি ইন্তেকাল করেন। রাত ১২টার দিকে মরহুমের মরদেহ নগরীর চকবাজারের বাসায় নেয়া হয়।
উল্লেখ্য, অধ্যক্ষ রউফ ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি ছিলেন। এছাড়া ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে পরিচিত অধ্যক্ষ আবদুর রউফ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানাতে মধ্যরাতে অধ্যক্ষ আবদুর রউফের নগরীর চকবাজারের বাসভবনে ছুটে যান জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, মরহুমের রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
সোমবার বেলা ১১টায় মরহুমের দীর্ঘদিনের কর্মস্থল কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়ে প্রথম নামাজে জানাজার পর মরদেহ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কান্দিরপাড়স্থ দলীয় কার্যালয়ে রাখা হবে।
বাদ জোহর কুমিল্লা টাউন হল মাঠে দ্বিতীয় জানাজা এবং বাদ আছর নগরীর চকবাজার ইসলামিয়া আলীয়া মাদ্রাসা মাঠে তৃতীয় জানাজা শেষে নগরীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পারিবারিক সূত্রে জানানো হয়েছে।
মো. কামাল উদ্দিন/বিএ