হবিগঞ্জের তিন রাজাকারের পরবর্তী সাক্ষ্যগ্রহণ সোমবার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক হবিগঞ্জের দুই সহোদর মহিবুর রহমান ওরফে বড় মিয়া, মুজিবুর রহমান ওরফে আঙ্গুর মিয়া ও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য সোমবার (৮ ফেব্রুয়ারি) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
রোববার ১১তম সাক্ষী গোলাম হোসেনের জবানবন্দীর পর এই তারিখ ধার্য করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এবং প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। অপরদিকে আসামিপক্ষে সাক্ষীকে জেরা করেন আইনজীবী মো. কিবরিয়া হোসেন, আইনজীবী মাসুদ রানা এবং আইনজীবী পারভেজ হোসেন।
সাক্ষীর জেরা শেষে মামলার কার্যক্রম ৮ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১৭ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। এরপর ২৯ এপ্রিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত সংস্থার কর্মকর্তারা এই তিন আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেন।
উল্লেখ্য, বড় মিয়া-আঙ্গুর মিয়া ও রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগসহ ৪টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রাথমিক তদন্ত সম্পন্ন হয়েছে।
এফএইচ/এসকেডি/এবিএস