স্টল নিয়ে বইমেলায় ডিএমপি


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

সাধারণ জনগণের সঙ্গে দূরত্ব ঘোচাতে অমর একুশে বইমেলায় স্টল নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জনসেবামূলক কোনো কর্মকাণ্ডে অংশ না নিলেও বিভিন্ন তথ্যমূলক বই নিয়ে মেলায় বসেছেন তারা।

রোববার সরেজমিনে দেখা গেছে, বাংলা একাডেমি প্রাঙ্গণেই স্টল পেয়েছে ডিএমপি। নজরুল মঞ্চের পেছনে অবস্থিত স্টলে আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সদস্যদের লেখা বিভিন্ন বই নিয়ে এসেছেন তারা।

এসব বইয়ের মধ্যে দেশের প্রচলিত আইন নিয়ে বিশ্লেষণধর্মী বই বেশি নিয়ে এসেছেন তারা। ব্যাপক সাড়াও পাচ্ছেন তারা। চার বছর ধরে বই লায় ডিএমপি অংশ নিচ্ছে বলেও জানিয়েছেন স্টলে কর্মরত পুলিশ সদস্যরা।

মেলায় কর্তব্যরত মো. জাহাঙ্গীর আলম জাগো নিউজকে বলেন, ব্যবসায়িক মানুষিকতা নিয়ে মেলায় আসিনি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমাতেই এসব আয়োজনে অংশ নিয়েছি।

তিনি বলেন, পুলিশ যে সবসময় জনগণের সঙ্গেই থাকে সেটা বুঝাতে বইমেলায় চার বছর ধরে অংশ নিচ্ছে ডিএমপি। সার্বক্ষণিক জবাবদিহিতার মধ্যে থেকেও পুলিশ সদস্যরা অনেক বই লিখছেন। সেসব বই নিয়েই মূলত মেলায় এসেছেন তারা।

সমাধান ‘ল’ গাইড, প্রয়াস সমাধান ‘ল’ গাইড, সূচি সমাধান ‘ল’ গাইড নামে তিনটি বই পরিমাণে বেশি বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। এসব বইয়ের লেখক জাহাঙ্গীর আলম নিজেই।

গত বছর প্রাণের মেলায় অংশ নিয়ে দুই লাখ ৮১ হাজার টাকার বই বিক্রি করেছেন বলেও জানান মো. জাহাঙ্গীর আলম। এরই ধারাবাহিকতায় এবারও ভাল বই বিক্রি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এমএম/এমএইচ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।