মেরিটাইম সেক্টর হুমকির মুখে
মেরিটাইম সেক্টর হুমকির মুখে পড়ার আশঙ্কা করেছেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি থেকে পাশকরা ক্যাডেটরা। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) আইন লঙ্ঘন করে মেরিন ফিশারিজ অ্যাকাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি প্রদানের সিদ্ধান্তের ফলে এ আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমির পঞ্চম ব্যাচের ইঞ্জিনিয়ার আশরাফ ইবনে নুর। এক্স-ক্যাডেট অব বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
লিখিত বক্তব্যে আশরাফ বলেন, বাংলাদেশ মেরিটাইম সেক্টর যখন দুঃসময় অতিক্রম করছে তখন একটি কুচক্রি মহল ফিশারিজ অ্যাকাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করতে চায়।
সংবাদ সম্মেলনে বলা হয়, একটি কুচক্রি মহল প্রকৃত সত্য আড়াল করে যেকোনো মূল্যে ফিশারিজ অ্যাকাডেমির ক্যাডেটদের সিডিসি দেয়ার পায়তারা করছে। এতে বাংলাদেশের মৎস্য খাত ধ্বংস হবে।
অন্যদিকে, আইএমও এর কালো তালিকাভুক্ত হবে বাংলাদেশ। ফলে বাংলাদেশি নাবিকরা আর কখনোই বিদেশি কোম্পানির জাহাজে চাকরি করতে পারবে না।
নাবিকদের চাকরির জটিলতা নিরসনে বাংলাদেশি মেরিন অ্যাকাডেমিতে ৩শ` আসন থেকে কমিয়ে ৮০ করা হয়েছে। এই অবস্থায় ফিশারিজ সেক্টর থেকে ক্যাডেটদের মেরিন সেক্টরে অনুপ্রবেশ করালে জাহাজ ও সমুদ্র পরিবহন সেক্টর সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে।
বাংলাদেশি পতাকাবাহী ৭৮টি জাহাজ থেকে ৩০টি নেমে আসলেও ফিশারিজ জাহাজ বহুগুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, ৬০ শতাংশ ফিশারিজ জাহাজে স্কিপার (মাস্টার) নেই। অথচ তাদের সিডিসি দেয়ার পাঁয়তারা করছে দেশের উন্নয়ন বিরোধী মহলটি।
ফিশারিজ ক্যাডেটদের সিডিসি দিলে দেশের মৎস্য আহরণ শিল্প ভয়াবহ হুমকির মুখে পড়বে। ফলে বাংলাদেশ বিপুল পরিমাণ মৎস্য সম্পদ ও বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হবে। বাংলাদেশের জাহাজ শিল্প, সমুদ্র বাণিজ্য ও বাংলাদেশি নাবিকদের আন্তর্জাতিক বাজার থেকে সরিয়ে নিতে কুচক্রি মহলটি এই অপচেষ্টা চালাচ্ছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
ভিসা জটিলতার কথা তুলে ধরে তিনি বলেন, যোগ্যতা ও দক্ষতা থাকার পরও ভিসা জটিলতার কারণে দুবাই, সিঙ্গাপুর, হংকং, ইউএসএ এর মতো মেরিটাইম সমৃদ্ধ দেশের ভিসা পাচ্ছে না বাংলাদেশি নাবিকরা। ফলে নাবিকদের বড় একটি অংশ বিদেশি কোম্পানিতে চাকরির সুযোগ হারাচ্ছে।
হাতে লেখা সিডিসি ও সিওসি জাল হওয়ার কারণে মেশিন রিডেবল সিডিসি ও সিওসি ভেরিফিকেশন এবং অনলাইনে সাইন ইন ও সাইন অফের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনের পরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মেরিন ফিশারিজ অ্যাকাডেমি থেকে পাশ করা ক্যাডেটদের সিডিসি দেওয়ার পাঁয়তারা, মেরিন সেক্টরে অনিয়ম-দুর্নীতি ও বিভিন্ন সমস্যার সমাধানে মানববন্ধন কর্মসূচি পালন করে এক্স-ক্যাডেটস অব বাংলাদেশ মেরিন অ্যাকাডেমর সদস্যরা।
জীবন মুছা/এমজেড/আরআইপি