অনলাইন ডেটিংয়ে বাড়ছে ধর্ষণ


প্রকাশিত: ০৮:১১ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

অনলাইন ডেটিং অ্যাপ বা ওয়েবসাইটে পরিচিত হয়েছেন এমন কারো দ্বারা ধর্ষিত হওয়ার অভিযোগ গত ৫ বছরে ছয়গুণ বেড়েছে। যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থার এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।

পরিসংখ্যানে বলা হয়েছে, ২০১৪ সালে এ ধরণের ১৮৪টি অভিযোগ পাওয়া গেছে। ২০০৯ সালে এ সংখ্যা ছিল ৩৩। এর মধ্যে ৮৫ শতাংশ ধর্ষণের অভিযোগই এসেছে মেয়েদের কাছ থেকে, যাদের মধ্যে ৪২ শতাংশের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে এবং ২৪ শতাংশের বয়স ৪০ থেকে ৪৯ বছর।

সংস্থাটি বলছে, অনেক ঘটনাই হয়তো অভিযোগ করা হচ্ছে না এবং তারা ধর্ষণের শিকার হলে অভিযোগ জানানোর জন্য উৎসাহ দিচ্ছে। যুক্তরাজ্যে ৯০ লাখেরও বেশি মানুষ ডেটিং ওয়েবসাইট ব্যবহার করে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।