ইঞ্জিন মেরামতের সময় বাসচাপায় শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে ইঞ্জিন মেরামতের সময় বাসচাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার গভীর রাতে নগরীর পতেঙ্গা ১৫ নং এলাকায় একটি ওয়ার্কশপে এ দুর্ঘটনা ঘটে।
বাসটিকে উঁচুতে তুলতে চাকায় আটকানো ‘স্ক্রু জাগ’ দুর্ঘটনাবশত সরে গেলে বাসের নীচে চাপা পড়েন তিনি। এতে নিহত হন রেজাউল করিম (২৫) নামের উক্ত শ্রমিক। তার বাড়ি নগরীর ইপিজেড থানার কলসী দীঘিরপাড় এলাকায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
জীবন মুছা/এমজেড/এমএস