মার্কিন সেনাবাহিনীর নির্যাতনের ২০০ ছবি প্রকাশ


প্রকাশিত: ০৭:০২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

এক দশক আগে ইরাক এবং আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনীর নির্যাতনের প্রায় ২০০টি ছবি প্রকাশ করেছে পেন্টাগন। ছবিগুলোতে ইরাকের আবু গারিব এবং কিউবার গুয়ানতানামো বে কারাগারের বন্দীদের ছবি রয়েছে। ছবিতে অনেকেরই হাত-পায়ে কাটা দাগ এবং ক্ষত দেখা গেছে।

তথ্য অধিকার আইনে আমেরিকান নিভিল লিবার্টজ ইউনিয়ন নামে একটি প্রতিষ্ঠানের করা আবেদনের পর এসব ছবি প্রকাশ করা হয়েছে। ২০০৪ সালে প্রথমবারের মতো এমন ছবি প্রকাশ পায়; যাতে ইরাকের আবু গারিব কারাগারের বন্দীদের মার্কিন সেনাবাহিনীর হাতে যৌন লাঞ্ছনা এবং নির্যাতনের শিকার হতে দেখা যায়। ওই ঘটনা এক বিরাট আন্তর্জাতিক কেলেংকারিতে পরিণত হয়।

পরে মোট ১৪টি নির্যাতনের ঘটনা নিশ্চিত করা হয়েছিল এবং এর ফলে মার্কিন সেনাবাহিনীর ৬৫ সদস্যের সাজা হয়। শাস্তি হিসেবে অনেককে তিরস্কার করা হয় আবার অন্য অনেককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে মোট ৪২টি অভিযোগ প্রমাণ করা যায়নি।

তবে এসিএলইউ মার্কিন বন্দীশিবিরগুলোতে নির্যাতনের প্রমাণস্বরূপ প্রায় দুই হাজার ছবি প্রকাশের জন্য এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে। এখন প্রায় ২শ ছবি প্রকাশের পর তারা বলছে, বাকি ১৮শ ছবি প্রকাশের জন্য তাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এসআইএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।