গ্রন্থমেলার ৬ষ্ঠ দিনে ১৫৫টি নতুন বই
বাঙালির প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলার ৬ষ্ঠ দিনে (শনিবার) নতুন বই এসেছে ১৫৫টি। বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে এসব বই। বাংলা একাডেমির গণসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন বইয়ের মধ্যে রয়েছে, গল্পগ্রন্থ ৩০টি, উপন্যাস ২৫টি, প্রবন্ধ ৯টি, কবিতা ৩৮টি, গবেষণা ১টি, ছড়া ৮টি, শিশু সাহিত্য ৭টি, মুক্তিযুদ্ধ ২, বিজ্ঞান ৮, ভ্রমণ ২টি, ইতিহাস ৩, স্বাস্থ্য ও চিকিৎসা ১টি, কম্পিউটার ১, ধর্মীয় ২, সায়েন্স ফিকশন ১ এবং অন্যান্য ১৭টি বই রয়েছে।
এএসএস/এমএম/এমএইচ/একে/এবিএস