ফুলবাড়ীতে অস্ত্রসহ আটক ২


প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

দিনাজপুরের ফুলবাড়ীতে একটি বিদেশি পিস্তল ও দু`টি ম্যাগাজিনসহ এক নারী এবং তার সঙ্গে আরও দু`জনকে আটক করেছে র‌্যাব-১৩। এসময় তাদের কাছে পাঁচ রাউন্ড তাজা গুলিও উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আটকদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করে র্যাব।

র‌্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক মকবুল হোসেন জানান, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার থানাপাড়া মোড়ে আইয়ুব আলীর চায়ের দোকানের সামনে সাদা পোষাকে ওঁৎ পেতে থেকে এক নারীকে অস্ত্রগুলো হাতবদল করার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটকরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাগমারা গ্রামের মৃত হেসাব উদ্দিনের ছেলে হেলাল (৪৫) ও একই এলাকার মৃত আব্দুল কাফীর স্ত্রী নুরজাহান বেগম (৫২)। তাদেরকেও পিস্তলসহ ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

র‌্যাব-১৩ এর নীলফামারী ক্যাম্প এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র‌্যাব-১৩ এর একটি চৌকস দল ফুলবাড়ী পৌরশহরের থানাপাড়া মোড়ে আইয়ুব আলীর চায়ের দোকানে ওঁৎ পেতে থেকে অস্ত্রগুলো হাতবদল করার সময় হাতেনাতে তাদেরকে আটক করা হয়।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকছেদ আলী থানায় অস্ত্র মামলা দায়ের ও এক নারীসহ দু`জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ব্যাপারে র‌্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মকবুল হোসেন বাদী হয়ে দু`জনকে আসামি করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।