চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব আর নেই


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল আর নেই। ৮৫ বছর বয়সে বৃহস্পতিবার রাতে মারা গেছেন তিনি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
 
বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ সালে অ্যাপোলো ১৪ মিশনের সদস্য হিসেবে চাঁদে অবতরণ করেন মিচেল। চাঁদের পৃষ্ঠে তিনি ৯ ঘণ্টা সময় অতিক্রম করেন।

১৯৭২ সালে যুক্তরাষ্ট্রের স্পেস মহাকাশ সংস্থা নাসা ত্যাগ করেন মিচেল। এখন পর্যন্ত  চাঁদের বুকে অবতরণ করা ১২ নভোচারীর সবাই যুক্তরাষ্ট্রের নাগরিক। এডগার মিচেল ১৯৩০ সালে টেক্সাসের হেয়ারফোর্ডে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে নাসায় যোগ দেন তিনি। চন্দ্র অভিযান থেকে ফিরে আসার পরের বছর নাসা ছেড়ে দেন তিনি।

মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে এডগার মিচেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।