নেপালে ৫.৫ মাত্রার ভূমিকম্প


প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

নেপালের রাজধানী কাঠমাণ্ডু একটি মধ্যমমানের ভূমিকম্প অনুভূত হয়েছে।  রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৫.৫। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। এর তীব্রতা পাশ্ববর্তী দেশ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারেও অনুভূত হয়।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় রাত ১০টা ০৫ মিনিটি) এই ভূমিকম্পটি অনুভূত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভূমিকম্প পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে।

দেশটির ভূমিকম্প কেন্দ্র জানায়, রাজধানীর কাঠমাণ্ডু থেকে ৫৫ কিলোমিটার উত্তর-পূর্ব সিন্ধুপালচৌকে এর উৎপত্তিস্থল ছিলো। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হওয়ার সময় আতঙ্কিত হয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।  

২০১৫ সালের ২৫ এপ্রিল দেশটিতে ৭.৯ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি হয়। ওই ভূমিকম্পের পরও কয়েকবার ছোট ছোট আকারের ভূমিকম্প হয়েছে দেশটিতে।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।