শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে গৃহকর্মীর আত্মহত্যা
রাজধানীর ভাটারা থানাধীন শাহজাদপুরে একটি বাসায় গলায় ফাঁস দিয়ে কবিতা (২০) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে।
শুক্রবার সন্ধ্যার পর শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের পেছনে শিলবাড়ির টেক গলির ১০৭৬/নবরত্ন বাসার দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত কবিতার বাড়ি নড়াইলের নড়াগাছি বলে জানিয়েছে ভাটারা থানা পুলিশ।
তবে অপর একটি সূত্রে জানা গেছে, কবিতা ভাটারা থানার এক এসআইয়ের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, শওকত আলী নামে জর্জকোর্টের এক আইনজীবীর বাসায় কবিতা নামে ওই গৃহকর্মী কাজ করতো। শুক্রবার রাত ৯টায় খবর পেয়ে পুলিশ কবিতার মরদেহ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ওই বাসায় বসবাসকারী শওকত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি থানায় আছি। পরে কথা বলবো।
জেইউ/জেএইচ