মোমের মুর্তি সেলিনা


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২৮ নভেম্বর ২০১৪

পৃথিবীর বড় বড় তারকাদের মোমের মুর্তি স্থান পায় মাদাম তুসো জাদুঘরে। স্বাভাবিকভাবেই এতে বিশেষ সম্মানিতবোধ করেন তারকারা। এ যাবৎ যত তারকার মোমের মূর্তি ঠাই পেয়েছে মাদাম তুসোতে তা দেখে সবাই মুগ্ধই হয়েছেন। তবে ২৮ নভেম্বর শুক্রবার সেলিনা গোমেজের মূর্তি দেখে খুশি হতে পারেননি কেউই। কারণ সেটি নাকি মোটেও সেলিনা গোমেজের মতো হয়নি।

গোমেজের জন্মদিন উপলক্ষ্যে আগস্টে প্রথমবার এ তারকার মোমের মূর্তি উন্মোচন করেছিল বার্লিনের মাদাম তুসো জাদুঘর কর্তৃপক্ষ। আশ্চর্যের ব্যাপার তখন এটা নিয়ে কোনো আলোড়ন হয়নি।

এখন তার এ মোমের মূর্তি বেশ অলোড়ন তৈরি করেছে তার ভক্তদের মধ্যে। মূর্তিটির পোশাক এবং চুলের গঠন ব্যতীত আর কিছুই নাকি গোমেজের মতো নয়। এমনটাই প্রতিবেদন করেছে ব্রিটিশ একটি সংবাদমাধ্যম। মূর্তিটির মুখের আকৃতির সঙ্গে এ গায়িকার চেহারার কোনো মিল নেই বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

টুইটারে গোমেজের একজন ভক্ত লিখেছেন, এটা সেলিনা গোমেজের কি ধরণের মোমের মূর্তি!

বিশ্বাস করুন আর নাই করুন এ মূর্তিটি ২০ জন ব্যক্তি মিলে চার মাস সময় নিয়ে বানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।