জাকির হাসানের অনবদ্য হাফ সেঞ্চুরি
স্বপ্ন পূরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। প্রথমবারের মত কোন বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সামনে দাঁড়িয়ে যুব টাইগাররা। প্রতিপক্ষ নেপাল হলেও দুর্দান্ত লড়াই উপহার দিচ্ছে তারা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সামনে ছুড়ে দিয়েছে ২১১ রানের লড়াকু চ্যালেঞ্জ।
এই রানটা বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে খুব বেশি বড় নয়। কিন্তু নেপালি বোলাররা অসাধারণ দক্ষতায় এই রানটাকে রক্ষার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ৯৮ রানের মধ্যে বাংলাদেশের চার উইকেট ফেলে দেয়াই নয় শুধু, রান বেধে রেখেও তারা হুমকি সৃষ্টি করেছিল বাংলাদেশের সামনে।
কিন্তু অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান জাকির হাসানের অসাধারণ ব্যাটিংয়ে স্বপ্ন পূরণের পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দু’জনের ৮৯ রানের অনবদ্য জুটিতেই জয়ের পথে এগিয়ে রয়েছে টাইগাররা। এরই মধ্যে জাকির হাসান তুলে নিয়েছেন দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি।
৪৫তম ওভারের দ্বিতীয় বলেই দিপেন্দ্র সিং আইরিকে বাউন্ডারি ছাড়া করে হাফ সেঞ্চুরি পূরণ করেন জাকির। ৬৮ বলে এলো এই বাম হাতি ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি। ৩টি বাউন্ডারিতে সাজানো জাকিরের ইনিংস।
আইএইচএস/এমএস