শান্তিরক্ষী বাহিনীর বিরুদ্ধে যৌন নির্যাতনের ঘটনা শনাক্ত


প্রকাশিত: ০৫:২৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৬

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নতুন সাতটি যৌন নির্যাতনের ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ইতোমধ্যেই ১২০ জন শান্তিরক্ষী বাহিনীর সদস্যকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র থেকে ব্যারাকে ফিরিয়ে নেয়া হয়েছে। তদন্ত শেষ হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিবিসির এক সংবাদে জানানো হয়েছে, নতুন এ সাতটি যৌন নিপীড়নের ঘটনাসহ মোট বিশটি মতো এমস ঘটনা চিহ্নিত করেছে জাতিসংঘ। দেশটির বামবারি শহরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে পাঁচটিতেই শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলছে, কয়েকটি ক্ষেত্রে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা শিশুদের গণধর্ষণও করেছে।

গত মাসের শেষে জাতিসংঘ জানিয়েছিল, সংস্থাটির শান্তিরক্ষী বাহিনীর যে সদস্যদের হাতে শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়েছে, তাদের মধ্যে বাংলাদেশসহ চারটি দেশের সৈনিকরা রয়েছে।

তবে প্রথমবারের মত প্রকাশ করা তথ্যে জানা গেছে, ওই সৈনিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও কঙ্গো, নাইজের এবং সেনেগালের শান্তিরক্ষীরাও জড়িত ছিল।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।