জাবিতে বিশ্ব ক্যান্সার দিবস পালিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের উদ্যোগে ‘বিশ্ব ক্যান্সার দিবস-২০১৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিভাগের সেমিনার কক্ষে ক্যান্সার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ডা. মো. রুহুল ফোরকান সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার। সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার বলেন, ‘বাংলাদেশে নারীদের মধ্যে সবচেয়ে বেশি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত (২৩.৯%)। এরপরই রয়েছে সারভাইক্যাল ক্যান্সার। সারাবিশ্বে প্রতিবছর প্রায় ৮.২ মিলিয়ন লোক ক্যান্সারের কারণে মৃত্যুবরণ করছে। যার বেশির ভাগই ফুসফুস ক্যান্সারের কারণে ঘটছে।
অধ্যাপক ডা. মো. রুহুল ফোরকান সিদ্দিক বলেন, ‘বর্তমানে রোগ-জীবানুর প্যাটার্ন প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এক সময় বিশ্বে শুধু মাত্র কমিউনিকেবল ডিজিজের প্রাদুর্ভাব ছিল। কিন্তু বর্তমানে আমরা ‘ডাবল বার্ডেন অব গ্লোবাল ডিজিজ’ মোকাবেলা করছি। সারাবিশ্বে নন কমিউনিকেবল ডিজিজে মানুষ প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে।’
এছাড়া সেমিনারে বক্তারা ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ধূমপান ও অস্বাস্থ্যকর জীবনাচরণ ত্যাগ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। এ সময় সেমিনারে বিভাগের প্রভাষক ড. মো. তাজউদ্দিন সিকদার, মো. সাখাওয়াত হোসেনসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে বেলা ১২টার দিকে ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভাগের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এসে শেষ হয়।
হাফিজুর রহমান/জেএইচ