নালিতাবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে র্যালি
শেরপুরের নালিতাবাড়ীতে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৬’ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার এ সপ্তাহব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ মোল্লা হয়।
‘মান সম্পন্ন শিক্ষা, জাতির প্রতিজ্ঞ’ প্রতিপাদ্যে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান, ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপির প্রজেক্ট ম্যানেজার বিনয় রংদী, উত্তম মন্ডল ও শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
উপজেলা প্রশাসন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ওয়ার্ল্ড ভিশন নালিতাবাড়ী এডিপি এর যৌথ আয়োজনে এ র্যালি ও আলোচনা সভায় সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রাষ ৫০০ শিক্ষার্থীসহ, শিক্ষক, অভিভাবক ও এনজিও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
আরএস/পিআর