প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : অ্যাম্বুলেন্স চালক গ্রেফতার


প্রকাশিত: ০১:০০ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য প্রকল্পের অ্যাম্বুলেন্স চালক হারুন অর রশিদকে (৪৫) গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়া বাদী হয়ে হারুন অর রশিদকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বুধবার সন্ধ্যায় ষাইটধার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী আক্কাস আলী ও পাঁচরুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী সাইফুল ইসলাম জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ছবি সংম্বলিত পোস্টার লাগাচ্ছিলেন। নিকলী হাসপাতালের গেটে পোস্টার লাগাতে গেলে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হারুন অর রশিদ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে নিয়ে কটূক্তিও করেন।

তাৎক্ষণিক বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের ভূঁইয়াকে জানানো হয়। এরপর রাত ১১টায় শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে হারুন অর রশিদের বিরুদ্ধে নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর থানার পুলিশ রাত সাড়ে ১১টায় হাসপাতালের নিজ কক্ষ থেকে চালক হারুন অর রশিদকে গ্রেফতার করে।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামি হাসপাতালের ড্রাইভার হারুন অর রশিদকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজাত পাঠানো হয়েছে।

নূর মোহাম্মদ/এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।