টিকা তৈরির মেধাস্বত্ব নকল: ফাইজারের বিরুদ্ধে মামলা করবে মডার্না

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২৬ আগস্ট ২০২২
ছবি: সংগৃহীত

ফাইজার ও জার্মান অংশীদার বায়োনটেকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মর্ডানা। করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে মেধাস্বত্ব অধিকার লঙ্ঘন করায় কোম্পানি দুইটির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মডার্না। শুক্রবার (২৬ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওষুধ কোম্পানি মডার্না জানিয়েছে, করোনা মহামারির বেশ কয়েক বছর আগে তৈরি করা এমআরএনএ প্রযুক্তিটি ফাইজার ও বায়োনটেক নকল করেছে। তাই বিপুল অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে তাদের বিরুদ্ধে জার্মানিতে ও যুক্তরাষ্ট্রে মামলা করা হচ্ছে।

এক বিবৃতিতে মডার্না জানিয়েছে, ফাইজার ও বায়োনটেক দুই ধরনের বুদ্ধিবৃত্তিক সম্পত্তি নকল করেছে। যার মধ্যে একটি এমআরএনএ কাঠামোর সঙ্গে জড়িত। মডার্না বলছে, তাদের বিজ্ঞানীরা ২০১০ সালে প্রযুক্তিটির বিকাশ শুরু করে ও ২০১৫ সালে মানব পরীক্ষায় জন্য প্রস্তুত করা হয়।

মডার্নার প্রধান নির্বাহী স্টিফেন ব্যানসেল বলেন, করোনা মহামারির আগে আমরা যে প্রযুক্তিটি তৈরি করেছি সেটি রক্ষায় মামলা করছি। তাছাড়া এটি তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনোয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।