আরটিভির জয়পুরহাট প্রতিনিধি সাইদুর রহমানের ইন্তেকাল


প্রকাশিত: ০৯:৫৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আরটিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি সাইদুর রহমান (৫৮) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার ভোরে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবত ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট প্রেসক্লাব চত্বরে প্রয়াত সাংবাদিক সাইদুর রহমানের মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সাংবাদিক, বিশিষ্টজনসহ সর্ব সাধারণের শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে তার গ্রামের বাড়ি নওগাঁর বদলগাছি উপজেলার গয়েশপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রাশেদুজ্জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।