চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোনিয়া গান্ধী
ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মেডিকেল চেক-আপের জন্য দেশের বাইরে যাচ্ছেন বলে জানা গেছে। রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী তার সফরসঙ্গী হবেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) কংগ্রেসের তরফে এ তথ্য জানানো হয়।
তবে কংগ্রেসের তরফে জানানো হয়নি ঠিক কবে তারা সফর করবেন বা কোথায় যাবেন। যেখানে আগামী ৪ সেপ্টেম্বর মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচিতে বক্তৃতা করার কথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। সেই কর্মসূচিও বহাল রয়েছে।
কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য কংগ্রেস সভানেত্রী বিদেশ যাচ্ছেন। নয়াদিল্লি ফেরার আগে তিনি অসুস্থ মায়ের সঙ্গেও দেখা করবেন।’
তিনি আরও বলেন, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীও কংগ্রেস সভানেত্রীর সঙ্গে যাবেন।
তাদের বিদেশ সফর এমন এক সময়ে যখন দলটি ৭ সেপ্টেম্বর থেকে কন্যাকুমারী থেকে কাশ্মীর ‘ভারত জড়ো যাত্রা’র জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া দলের সভাপতি নির্বাচনের ঘোষণাও আসতে পারে এ সপ্তাহে।
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
এসএনআর/এএসএম