জবি টিএসসি থেকে দখলদাররা সরেছে
মুক্ত হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)। বৃহস্পতিবার সকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে উচ্ছেদ অভিযান চালিয়ে দখলদারদের হাত থেকে মুক্ত করা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রটি দীর্ঘদিন দখলে করে কাপড়ের ব্যবসা চালিয়ে যাওয়া হচ্ছিল। দখলদারিত্বে থাকা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতা ছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া বৃহস্পতিবার দখল মুক্ত করার সময়ও ছাত্রলীগের বাধা অব্যাহত ছিল।
এ সময় ছাত্রলীগের সহ-সভাপতি (মৌখিক) লুৎফুর রহমান ও কর্মী ফিন্যান্স বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী সুজন দাস অর্ক দেশি চাপাতি নিয়ে বাধা দেয় বলে অভিযোগ ওঠেছে।
এ বিষয়ে জবি প্রক্টর নূর মোহাম্মদ সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার শেষে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, জবির প্রধান ফটকের সামনে সমবায় ব্যাংকের জমিতে এই টিএসসি অবস্থিত। হল আন্দোলনের সময় দখলে নেয় জবি শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে গতবছরের নভেম্বরে ‘চার নেতার দখলে জবির টিএসসি’ শীর্ষক জাগো নিউজে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়।
এসএম/এনএফ/আরএস/পিআর