আত্মসমর্পণ করবেন অ্যাসাঞ্জ


প্রকাশিত: ০৭:৩৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, জাতিসংঘের বিচারকদের প্যানেল তার বিরুদ্ধে আটকাদেশ জারি করলে শুক্রবার ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন তিনি। তিন বছর ধরে লন্ডনের ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে আছেন অ্যাসাঞ্জ। বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে অ্যাসাঞ্জ বলেন, ‘যুক্তরাজ্য ও সুইডেনে আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় আমি হেরে গেছি এই মর্মে শুক্রবার জাতিসংঘ রায় ঘোষণা করলে আমি ব্রিটিশ পুলিশের কাছে আত্মসমর্পণ করবো।’

তিনি আরো বলেন, ‘আমি আশা করছি আইনে আমার যে অধিকার সংরক্ষিত রয়েছে তার আওতায় অবিলম্বে আমার পাসপোর্ট ফিরিয়ে দেয়া হবে এবং আমাকে ফের গ্রেফতার করার প্রচেষ্টা করা হবে না।’

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।