সোমালিয়ায় বিমানে আগুন লাগায় জরুরি অবতরণ
সোমালিয়ার রাজধানীতে একটি বিমান আকাশে উড়ার পর তাতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। এরপর বিমানটি জরুরি অবতরণ করে। বুধবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, দালো এয়ারলাইন্সের একটি বিমানে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার পর সেটি সোমালিয়ায় জরুরি অবতরণ করে। বিমানটিতে ৬০ যাত্রী ছিল। তারা নিরাপদে আছেন। বিমানটি মোগাদিসু থেকে জিবুতি যাচ্ছিল।
দুই যাত্রী সামান্য আহত হয়েছেন বলেও জানায় পুলিশ।
সোমালিয়ার পুলিশ কর্মকর্তা মোহামেদ আসা বলেন, ‘বুধবার বিমান আকাশে উড়ার পরপরই সেটি জরুরি অবতরণ করে। বিমানের ডান পাখার ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণ ও আগুনের কারণ স্পষ্ট নয় এবং এ ঘটনার তদন্ত করা হচ্ছে।
যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন।
একে