মোরেলগঞ্জে জনর্দুভোগ থেকে মুক্তি পেতে ৫শ ভোটারের আবেদন
বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ভোটকেন্দ্র নিয়ে দুর্ভোগে পড়েছে নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিশাখালী ও আমরবুনিয়া গ্রামের কয়েক হাজার মানুষ। এই সমস্যা সমাধানে স্থানীয় প্রায় ৫শ ভোটার স্বাক্ষর করে সুন্দরবন সংলগ্ন ওই কেন্দ্র বাদ দিয়ে অন্য একটি কেন্দ্রে ভোটের ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
জানা গেছে, নিশানবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত আর.এম স্কুল কেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ওই কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। কিন্তু কেন্দ্রটি পড়েছে সুন্দরবন সংলগ্ন সীমান্তে। ফলে গুলিশাখালী ও আমরবুনিয়া গ্রামের ভোটারদেরকে ৬কিলোমিটার পথ পাড়ি দিয়ে যেতে হয় ভোট দিতে। কেন্দ্রটি দুরবর্তি ও সুন্দরবন সীমানায় হওয়ায় অনেক নারী ও বৃদ্ধরা ভোট দিতে যান না।
তবে জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে ইতিপূর্বে জনগণের সমস্যার বিষয়টি বিবেচনা করে মধ্যবর্তী স্থান বেলায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অস্থায়ী কেন্দ্র স্থাপন করা হয়।
ভূক্তভোগী এলাকাবাসি ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ওই অস্থায়ী কেন্দ্রটি বহাল রাখার দাবি জানিয়েছেন। পাশাপাশি নতুন একটি কেন্দ্র দুই গ্রামের মধ্যবর্তী স্থানে গুলজিয়া ইসলামীয়া আলিম মাদ্রাসায় স্থাপনের জোর দাবি জানান।
উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত ওই আবেদনে এলাকার ৪৭৯ জন ভোটার স্বাক্ষর করেছেন। তাতে আরও বলা হয়েছে, ভোট কেন্দ্রটি এক সীমান্তে হওয়ায় অনেক নারী ও বৃদ্ধরা ভোট দিতে যান না।
এদিকে স্থানীয় ভোটারদের ভোগান্তির কথা ভেবে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য উপজেলা নির্বাচন অফিসারকে গুরুত্বের সঙ্গে দেখার জন্যও ওই আবেদনে জোর সুপারিশ করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ ডা. মোজাম্মেল হোসেন ও উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু।
শওকত আলী বাবু/ এমএএস