সড়ক বন্ধ করে নৌমন্ত্রীর সমাবেশ


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

সড়কে গাড়ি চলাচল বন্ধ করে সমাবেশ করছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। এতে রাজধানীর প্রেসক্লাব, পল্টন, হাইকোর্ট, শাহবাগ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বুধবার বিকাল ৩টা থেকে জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’ নামের একটি সংগঠন ওই সমাবেশের  আয়োজন করে। নৌমন্ত্রী শাজাহান খান ওই সংগঠনের আহ্বায়ক।

rajta
জানা যায়, বিকাল ৩টার আগে থেকেই রাজধানীর বিভিন্ন থানা থেকে সরকার দলীয় সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হতে থাকেন। নেতাকর্মীদের উপস্থিতি বেড়ে গেলে পুলিশ প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে সব যান চলাচল বন্ধ করে দেয়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

গুলিস্তান থেকে গাবতলী যাচ্ছিলেন হাসান নামের এক কাপড় ব্যবসায়ী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এক ঘণ্টা থেকে দাঁড়িয়ে আছি। এভাবে একটি শহর চলতে পারে না। নিত্যদিন এভাবে সড়ক বন্ধ করে সভাসমাবেশ করলে ঘর থেকে আর বের হওয়ার উপায় থাকবে না।

rajta

এএসএস/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।