শ্রীপুরে বাংলালিংক কর্মীকে গুলি করে টাকা ছিনতাই


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের এক কর্মীকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে গেছে মোটরসাইকেল অরোহী দুই দুর্বৃত্তকারী।

বুধবার বিকেল ৩টার দিকে এমসি বাজার সংলগ্ন হাসিন সুয়েটার কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। তার নাম মুক্তাদীর (৩২) হোসেন। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার গয়েশপুর এলাকার মকবুল এলাহীর ছেলে।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতলে নিয়ে যায়। সেখাকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো নির্দেশ প্রদান করেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে দিকে এমসি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাসিন সুয়েটারের সামনে বাংলালিংকের ওই কর্মীকে মোটরসাইকেল আরোহী দুই যুবক পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে, এক পর্যায়ে দুর্বৃত্তরা গুলি করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
 
আহত মুক্তাদীর জানান, বিভিন্ন দোকান থেকে সংগৃহীত তার কাছে থাকা ৪ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ধরতে চেষ্টা চলছে।

আব্দুর রহমান আরমান/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।