বাংলাদেশি সেই নারীকে ফেরত দিল ভারতীয় পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৯ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৬

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে বুধবার দুপুরে প্রতিবন্ধী এক বাংলাদেশি নারীকে ১৭ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

ওই নারী হলেন কুমিল্লার লাকসাম উপজেলার পঞ্চপাড়া গ্রামের সুরুজ মিয়ার মেয়ে সেলিনা বিবি (২৫)।

সোনামসজিদ ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, ১৭ মাস আগে প্রতিবন্ধী সেলিনা বিবি লাকসাম সীমান্ত এলাকায় নদীতে গোসল করার সময় ভারতের স্থানীয় লোকজন তাকে সন্দেহজনকভাবে আটক করে। পরে তাকে মালদহ পুলিশের কাছে সোপর্দ করা হলে তাকে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ ১৭ মাস কারাভোগের পর বাংলাদেশ নারী আইনজীবী সমিতির উদ্যোগে সোনামসজিদ চেকপোস্ট দিয়ে বুধবার দুপুর দেড়টার দিকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির স্থানীয় প্রতিনিধি ইয়াসমিন আরা খুশি জানান।

আব্দুল­াহ/ এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।