ভারতে অনুপ্রবেশ, ৮ বাংলাদেশি গ্রেফতার

জ্যোতির্ময় দত্ত জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০২২
ফাইল ছবি

বর্ডার সিকিউরিটি ফোর্স বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেফতার হয়েছেন ৮ বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।

পুলিশ সূত্র জানিয়েছে, গতকাল (বুধবার) রাতে স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়েন ৮ বাংলাদেশি নাগরিক।

সেখানে কর্তব্যরত বিএসএফ সদস্যরা ওই ব্যক্তিদের দেখতে পান। পরে তাদের গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে, তারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছেন।

তাদের গ্রেফতার করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। স্বরূপনগর থানার পুলিশ তাদেরকে আজ (বৃহস্পতিবার) বসিরহাট মহকুমা আদালতে পাঠায়। বিচারক ওই ৮ বাংলাদেশিকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

টিটিএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।