প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে কর্মশালা বুধবার


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

ব্যক্তি ও পরিবারে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে এক কর্মশালার আয়োজন করছে সরকারের আইসিটি বিভাগ। বুধবার সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ভবন মিলনায়তনে আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ। কর্মশালা চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত।

কর্মশালার বিষয়ে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ম্যানেজিং ডাইরেক্টর হোসনে আরা বেগম জাগো নিউজকে বলেন, প্রযুক্তির সর্বোত্তম ও সর্বোচ্চ ব্যবহারের উদ্দেশ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে  প্রযুক্তি বিষয়ে গণসচেতনতা তৈরি করা হবে।

আরএম/একে   

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।