পিএসও হলেন লেফটেন্যান্ট জেনারেল মাহফুজ


প্রকাশিত: ০১:১৫ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০১৬

অ্যাডজুটেন্ট জেনারেল পদ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের গুরুত্বপূর্ণ পদ প্রিন্সিপ্যাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান এবং সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালকবৃন্দ। একই দিন বিকেলে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।

এর আগে লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান সোমবার এএফডির প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সশস্ত্র বাহিনী বিভাগে যোগদানের পূর্বে তিনি সেনা সদর দফতরে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে কর্মরত ছিলেন।

লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমান পহেলা ডিসেম্বর ১৯৬১ সালে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক নিবাস ঝিনাইদহ জেলায়।

এসএ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।