ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০৯ আগস্ট ২০২২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খানের অন্যতম সহযোগী শাহবাজ গিলকে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসাধারণকে উসকানি দেওয়ার জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইসলামাবাদ পুলিশের একজন মুখপাত্র। মঙ্গলবার (৯ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুখপাত্রের তথ্য অনুযায়ী, পিটিআই নেতা শাহবাজ গিলের বিরুদ্ধে বানিগালা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যান্য অভিযোগ ছাড়াও এফআইআর-এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও তাদের প্রধানদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার ধারা যুক্ত করা হয়েছে।

পিটিআইয়ের এই নেতা একদিন আগে এআরওয়াই নিউজে কথা বলার সময় পাকিস্তান সেনাবাহিনীতে ঘৃণা উস্কে দেওয়ার চেষ্টা করেন।

প্রতিবেদনে বলা হয়, গিল সাংবাদিকদের বিরুদ্ধে অকথ্য ভাষা ব্যবহার করেন ও সিনিয়র আমলাদের হুমকিও দিয়েছিলেন। তিনি তার রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েন না।

এদিকে ইমরান খান তার দলের নেতা ও অন্যতম সহযোগী গিলের গ্রেফতারকে অপহরণ হিসেবে আখ্যায়িত করেছেন।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।