সিউলে ৮০ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত, মৃত ৭
ঘণ্টার পর ঘণ্টা প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও এর আশপাশের এলাকাগুলো। গত আট দশকের মধ্যে ওই অঞ্চলে এমন বৃষ্টিপাত আর দেখা যায়নি। ভয়াবহ বৃষ্টি ও জলাবদ্ধতায় সেখানে প্রাণ হারিয়েছেন সাতজন, ছয়জন এখনো নিখোঁজ।
মঙ্গলভার (৯ আগস্ট) দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, সিউলের কিছু অংশ, পশ্চিমাঞ্চলীয় বন্দর শহর ইনচিওন এবং জিওংগি প্রদেশে সোমবার রাতে প্রতি ঘণ্টায় ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। তবে সিউলের ডংজাক জেলায় প্রতি ঘণ্টায় বৃষ্টিপাত একপর্যায়ে ১৪১ দশমিক ৫ মিলিমিটার অতিক্রম করে, যা ১৯৪২ সালের পর থেকে সর্বোচ্চ।
কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বর্ষণ ও জলাবদ্ধতায় সিউলে পাঁচজন মারা গেছেন এবং চারজন নিখোঁজ রয়েছেন। এছাড়া জিওংগি প্রদেশে মারা গেছেন দু'জন এবং নিখোঁজ আরও দু’জন।
রাজধানী সিউলে গৃহহীন হয়ে পড়েছে অন্তত ১০৭টি পরিবার। স্কুলসহ অন্যান্য সরকারি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছে তারা।
Seoul and other parts of South Korea are currently experiencing torrential downpours.
— Raphael Rashid (@koryodynasty) August 8, 2022
Dorimcheon stream in Seoul's Gwanak District has flooded all over, evacuation notice just issued for people living nearby.
Crazy scenes in many other places.pic.twitter.com/EafcXpvvBB
প্রবল বৃষ্টিতে এসব এলাকার রাস্তাঘাটগুলো নদীতে পরিণত হয়েছে, পার্কগুলোর অবস্থা হয়েছে পুকুরের মতো। সিউল, ইনচিওনসহ বিভিন্ন এলাকার অন্তত আট জায়গার রেললাইন বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। এর ফলে রেলওয়ে ও সাবওয়ের বেশ কয়েকটি শিডিউল স্থগিত করা হয়েছে।
দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট ইউন সুক ইওল কর্তৃপক্ষগুলোকে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানিয়েছেন এবং সরকারি-বেসরকারি অফিসগুলোকে কর্মীদের কাজের সময় সামঞ্জস্য করতে উৎসাহিত করেছেন। তিনি আরও বলেছেন, আকস্মিক বন্যার কারণে গণপরিবহন সুবিধাগুলো ফের চালু করতে কিছুটা সময় লাগতে পারে।
সূত্র: ব্লুমবার্গ, ইয়োনহাপ
কেএএ/জিকেএস