নারীকে হেনস্তা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপিকর্মীর বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০২ পিএম, ০৮ আগস্ট ২০২২

প্রতিবেশী এক নারীর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন উত্তরপ্রদেশের এক বিজেপিকর্মী। চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করার পাশাপাশি ওই নারীকে হেনস্তা করেন তিনি। এই ‘অপরাধের’ শাস্তি দিতে ওই বিজেপিকর্মীর বিরুদ্ধে ‘বুলডোজার অ্যাকশন’ নিয়েছে স্থানীয় প্রশাসন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকারের ‘বুলডোজার বিচার’ নতুন ঘটনা নয়। যোগী সরকারের দ্বিতীয় বারের সরকার গঠনের আগে থেকেই জনপ্রিয় হতে শুরু করেছে।

সোমবার ওই বুলডোজারের মুখোমুখি হতে হলো এক বিজেপিকর্মীকেও। নয়ডার ওই বিজেপিকর্মীর বিরুদ্ধে আবাসনের ভেতরে বেআইনি দখল এবং নির্মাণের অভিযোগ এনেছিলেন স্থানীয় লোকজন।

নারীকে হেনস্তা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি কর্মীর বাড়ি

শুক্রবার এ নিয়ে সেখানকার লোকজনে সঙ্গে বচসা চলাকালীন এক নারীকে হেনস্তা করেন ওই বিজেপি কর্মী। এই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরে নয়ডার পুলিশ তার বিরুদ্ধে গ্যাংস্টার আইনেও অভিযোগ দায়ের করে। এই আইনে অভিযুক্তের বাড়ি ভাঙতে পারে প্রশাসন।

নারীকে হেনস্তা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি কর্মীর বাড়ি

ওই বিজেপিকর্মীর নাম শ্রীকান্ত ত্যাগী। তিনি নয়ডার গ্র্যান্ড ওমাক্স অ্যাসোসিয়েশন অব অ্যাপার্টমেন্টের বাসিন্দা। নারীকে হেনস্তা করার পর তার বাড়িতে বুলডোজার চালানোর পর প্রশ্ন উঠেছে। হাথরস, উন্নাও কিংবা গোরক্ষপুরে একের পর এক ধর্ষণ এবং নারীবিরোধী অপরাধের ঘটনায় দোষীরা ছাড় পেলো কেন?

নারীকে হেনস্তা, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বিজেপি কর্মীর বাড়ি

বিরোধীদের প্রশ্ন উন্নাওয়ে খোদ বিজেপির বিধায়কেরই নাম ছিল মূল অভিযুক্ত হিসেবে। হাথরসের ঘটনায় ধর্ষিতার পরিবারকে চোখ রাঙানোর অভিযোগ উঠেছিল পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধেই। নয়ডার ঘটনায় অবশ্য প্রশাসন কোনো ব্যাখ্যায় যায়নি।

দ্বিতীয় বার ক্ষমতায় আসার আগে থেকেই অপরাধীদের শাস্তি দিতে বুলডোজার ব্যবহার করা শুরু করেছে যোগী সরকার। প্রথমে বেআইনি নির্মাণ ভাঙার কাজে ব্যবহার করা হলেও পরে অপরাধীদের ‘শাস্তি’ দিতেও ব্যবহার শুরু হয় বুলডোজারের।

গত মার্চে যোগী সরকার দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তার সমর্থকদের পাশাপাশি বিরোধী শিবিরেও তার নাম হয়ে যায় ‘বুলডোজারওয়ালা’। যেখানে সমর্থকরা যোগীর বুলডোজারকে ‘দুষ্টের দমন’ হিসেবে প্রচার করতে শুরু করেছেন সেখানে বিরোধীদের পাল্টা দাবি ছিল অপছন্দের তালিকা কমিয়ে আনতেই ব্যবহার করা হচ্ছে বুলডোজার।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার পত্রিকা।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।