ইউক্রেন যুদ্ধে বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্যঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৬ আগস্ট ২০২২
প্রতীকী ছবি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধে বিশ্বজুড়ে চরম খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। এতে বিশ্বের ৪ কোটি মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়েছে। তবে এ সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকার সাব সাহারা অঞ্চল। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ড এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্র জি-৭ শীর্ষ সম্মেলনে খাদ্য নিরাপত্তার জন্য ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার সুরক্ষিত করেছে, যার মধ্যে দেশটির দুই দশমিক ৭৬ বিলিয়ন ডলারের অবদান রয়েছে।

লিন্ডা টমাস বলেন, আফ্রিকায় নতুন মানবিক উন্নয়ন সহায়তায় যুক্তরাষ্ট্রের আরও ১৫ কোটি ডলার অবদান রাখার পরিকল্পনাও রয়েছে, যা কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায়।

এদিকে আফ্রিকার দেশগুলো ইউরোপের সংঘাতে কারও পক্ষে অবস্থান নিচ্ছে না। তাছাড়া ইউরোপের সঙ্গে কোনো নিষেধাজ্ঞায় যোগ দেয়নি।

স্নায়ু যুদ্ধের পুনরাবৃত্তি এড়াতে আফ্রিকা কারও পক্ষ নিচ্ছে না তবে তাদের মূল ফ্যাক্ট বুঝতে হবে বলেও জানান মার্কিন এই কূটনীতিক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকেই রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।