ময়মনসিংহে পাঁচ চোরাই মোটরসাইকেলসহ আটক ৪


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতে রাজধানীর উত্তরা ও গাজীপুর থেকে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ চারজনকে আটক করেছে। তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী জাগো নিউজকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির উপ-পরিদর্শক মলয় চক্রবর্তী ও শহীদুল ইসলাম সঙ্গীয় পুলিশ নিয়ে রোববার রাতে রাজধানীর উত্তরা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য জলিল (৩৫), মুরাদ মুন্সী (৩০), রফিকুল ইসলাম ওরফে মামুন (৩০) ও সোহাগ মিয়াকে (৩০) গ্রেফতার করে।

তাদের স্বীকারোক্তি মতে দু`টি পালসার, একটি সিভি জেট, একটি ডিসকভার ও একটি ইয়ামাহা মোটরসাইকেল উদ্ধার করা হয়। তারা দীর্ঘ দিন ধরে ময়মনসিংহ শহর ও জেলার বিভিন্ন স্থান থেকে প্রকাশ্যে মোটরসাইকেল চুরি করে আসছিলেন।

আতাউল করিম খোকন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।