হামলার খবরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মল লকডাউনে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮ এএম, ০৫ আগস্ট ২০২২
ছবি: সংগৃহীত

হামলার খবরের পর যুক্তরাষ্ট্রের বৃহত্তম একটি শপিংমল লকডাউনের আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার (৪ আগস্ট)মধ্য-পশ্চিমাঞ্চলের মিনেসোটা অঙ্গরাজ্যে ওই হামলার ঘটনা ঘটে, বলছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় যে, ব্লুমিংটনের বিস্তীর্ণ মলের মধ্য লোকজন ছোটাছুটি করছে। সেখানে পাঁচশ’র বেশি স্টোর রয়েছে বলে জানা গেছে।

শপিংমল কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে, একটি ভাড়াটে স্পটে একটি ‘বিচ্ছিন্ন’ ঘটনা নিশ্চিত করে সেটিকে আইসোলেটেড করা হয়েছে। আপাতত লকডাউনের আওতায় পুরো শপিংমল।

jagonews24

তারা সাধারণ মানুষকেও সতর্ক করে দিয়েছে এ ব্যাপারে।

ব্লুমিংটন পুলিশ টুইটারে জানিয়েছে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শপিংমলটির ভেতরে কাজ করছেন।

তবে এখনো এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: এএফপি

এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।