খসরু-শাবানার গানে শাকিব-অপু (ভিডিও)


প্রকাশিত: ১১:৫৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

কিংবদন্তি অভিনেত্রী শাবানা ও নন্দিত অভিনেতা খসরু ১৯৭৫ সালে ‘বাদশা’ নামের ছবিতে কাজ করেছিলেন। আকবর কবির পিন্টু পরিচালিত এই ছবিটি স্বাধীনতার পর প্রথম পূর্ণাঙ্গ রঙিন ছবি।

ছবিটি ছিলো ‍সুপারহিট। আর এর ‘আরে ও প্রাণের রাজা, তুমি যে আমার/পাশে পাশে থেকো মোর, চাই না কিছু আর’ গানটি কালজয় করেছে। এখনো গানটি নানা স্থানে নানা উপলক্ষে বেজে ওঠে। বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায় এই পারফর্ম করেন আমাদের শিল্পীরা।

এবার গানটি নতুন করে চিত্রিত হলো উত্তম আকাশ পরিচালিত ‘রাজা ৪২০’ নামের ছবিতে। সেখানে শাবানা-খসরুর পরিবর্তে পর্দায় হাজির হয়েছেন একালের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। সোমবার (১ ফেব্রুয়ারি) ইউটিউবে গানটির নতুন সংস্করণ প্রকাশ হয়েছে।

তবে মজার বিষয় হলো নতুন সংস্করনে পাত্র-পাত্রী ও পুরুষ শিল্পীর বদল হলেও অপরিবর্তিত রয়েছেন নারী কণ্ঠশিল্পী। ১৯৭৫ সালে ২৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে ‘আরে ও প্রাণের রাজা’ গানটি গেয়েছিলেন প্রবাল চৌধুরী ও ঊমা খান।  নতুন আঙ্গিকে গানটি গেয়েছেন এন্ড্রু কিশোর ও ঊমা খান।

মূল গানের কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন আলী হোসেন। নতুন সংগীতায়োজন করেছেন কাজী জামাল।

এদিকে ‘রাজা ৪২০’ ছবিতে শাকিব-অপু ছাড়া আরো অভিনয় করেছেন ওমর সানি, রুবিনা বৃষ্টি, অমিত হাসান, কাবিলাসহ অনেকে। গোধূলী ফিল্মস প্রযোজিত ছবিটি মুক্তি পাবে আগামী ৫ ফেব্রুয়ারি।

দেখুন গানের দুটি সংস্করন :




এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।