বই মেলায় সুমন হুসাইনের উপন্যাস `গলে পড়ে জোছনা`


প্রকাশিত: ১০:৩৬ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

`গলে পড়ে জোছনা` উপন্যাসটি না প্রেম, না কোন রাজনৈতিক উপাখ্যান। নষ্ট সমাজের ভেতর থেকে বেরিয়ে আসা প্রেমিক প্রেমিকার প্রাণান্তকর পরিবর্তনের সংগ্রামের জীবনগাঁথা। যেখানে জীবন ও বাস্তবতার লড়াইয়ে আদর্শই ছিল মূল হাতিয়ার।

উপন্যাসের নায়ক মুনিম। সে একক কোনো ব্যক্তি নয়। মুনিম এক সময় হয়ে ওঠে সারা বিশ্বের সকল প্রতিবাদকারী ও বিপ্লবীদের আদর্শের প্রতীক। যার চিন্তা চেতনা  সবসময় সংগ্রামের ভেতর দিয়ে পুরাতনকে ঝেরে নতুনের কেতন উড়াতে চেয়েছে। অত্যাচারিত, শোষিত আর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে শোনায় মুক্তি ও মন্ত্রণার বাণী। সমাজ বাস্তবতার নিরীখে জীবন দিয়ে  নিপীড়িতের অধিকার প্রতিষ্ঠা করে যায়। আর উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন মিথিলা, হাজারো মিথিলার মিলিত কেন্দ্রবিন্দু।

জীবনের সাথে সংগ্রাম করে বড় হওয়াকে যারা নিয়তি ভাবে। সেই অনগ্রসর নারীরা প্রমাণপত্রে উপস্থাপন করতে চায়, তারাও কোন অংশে পুরুষের চেয়ে কম নয়।
 
উপন্যাসের সূচনাকাল প্রশ্নফাঁসবিরোধী আন্দোলন বাস্তবায়নের একটা রূপরেখা ছিল। কিন্তু, ঘটনার লেজ ধরে বাড়তে থাকে ঘটনা। অমিমাংসিত অথচ বাস্তব সত্য ঘটনার অন্তরালে মুনিম মিথিলার ঘরে জন্ম নেয় নবজাতক। গুলিবিদ্ধ মুনিমের মৃত্যুর পর মিথিলাকে একটুও বিচলিত কিংবা পরিচয় সংকটে ভুগতে দেখা যায় না। যে সাহস নিয়ে সকল প্রতিকূল পরিস্থিতি সামলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে । আবার ছাতার নীচে আশ্রয় দেয়া বন্ধুর বিয়ের আবদার সহজে প্রত্যাখ্যান করে। অনেকগুলো ঘটনার সম্মিলিত প্রকাশের নাম দগলে পড়ে জোছনাদ। সত্য সুন্দরের কথা ।

জীবনে প্রেম, ভালোবাসা ও দ্রোহ থাকার পরও নিজের অবস্থান থেকে নড়ে না আসার নাম  দগলে পড়ে জোছনাদ। পড়তে পড়তে অদ্ভূত ভালো লাগা কাজ করে ।
 
আস্তিকতা নাস্তিকতার দ্বন্দ, মানব মনের দ্বন্দ, দ্রোহ ও প্রেম, সমসাময়িক রাজনীতির বেহাল দশা, বাম রাজনীতি, দারিদ্রের কষাঘাতে মধ্যবিত্তের জীবন সংগ্রাম, মেডিকেল ও বিশ্ববিদ্যালয় জীবনের দিনগাঁথা,  প্রতিকূল সমাজব্যবস্থার মধ্যেও নারীর সংগ্রাম - সবগুলো বিষয় চলে এসেছে একটা লেখায়। অথচ,  উপন্যাসের বর্ণনায় কোনো জড়তা নেই, পুরো উপন্যাস একটা টানটান ভাব ধরে রেখেছেন লেখক। পড়তে গেলে একটুও ক্লান্তি আসে না। এটা যে তার প্রথম উপন্যাস সেটা কোনো পাঠকেরই আঁচ করতে পারা তো দূরের কথা হয়তো তারা আরো উপন্যাস খুঁজবে এই লেখকের।

এক্স - নটরডেমিয়ান, বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র, ক্যারি অন আন্দোলন ও প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের নেতৃস্থানীয় সমন্বয়ক, অনুজপ্রতীম স্নেহের ছোট ভাই সুমন হুসাইনের লেখা এ উপন্যাসটি প্রকাশিত হচ্ছে এবারের বইমেলায় ।

প্রকাশনী : ঝিনুক প্রকাশনী
প্রচ্ছদ : আল নোমান
স্টল নং :  ১৭৮- ১৭৯।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।