ভারতীয় যুবার নতুন রেকর্ড


প্রকাশিত: ১০:২৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে দারুণ রেকর্ড গড়েছেন ভারতীয় ওপেনার রিশাভ পান্ত। ১৮ বলে মোকাবেলা করে এই আসরের সবচেয়ে দ্রুততম অর্ধশতকের অধিকারী হয়েছেন তিনি।  

এর আগে যুবাদের এ রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ট্রেভন গ্রিফিথের দখলে। ২০০৯-১০ মৌসুমে পাকিস্তানের বিপক্ষে ১৯ বলে এই মাইলফলক অর্জন করেছিলেন তিনি।

সোমবার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দারুণ এই ইনিংসটি খেলেন পান্ত। ১৮ বলে অর্ধশত ছুঁলেও শেষ পর্যন্ত ২৪ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এই রান করতে ৯টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি।

উল্লেখ্য, এদিন  নিজেদের তৃতীয় ম্যাচে নেপালের বিপক্ষে হেসে খেলে ৭ উইকেটে জয় তুলে নেয় ভারত অনূর্ধ্ব-১৯ দল।

আরটি/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।