কজলিস্টে মীর কাসেম আলীর আপিল শুনানি
মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে মীর কাশেম আলীর করা আপিল শুনানি কার্য তালিকায় (কজলিস্টে) রয়েছে। আগামীকাল মঙ্গলবার এই আপিল শুনানির দিন ধার্য রয়েছে।
গত ৬ জানুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আপিলের শুনানির এ দিন ঠিক করে আদেশ দেন।
একাত্তরে স্বাধীনতাবিরোধী ঘাতক সংগঠন আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান, বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীকে ২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ এ দণ্ড দেয়া হয় মীর কাসেম আলীকে। জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের সাবেক এ সভাপতির বিরুদ্ধে মোট ১৪ অভিযোগের মধ্যে ১০টি প্রমাণিত হয় ট্রাইব্যুনালে। প্রমাণ না হওয়ায় বাকি চারটি অভিযোগ থেকে খালাস দেয়া হয় তাকে। রায়ের বিরুদ্ধে একই বছরের ৩০ নভেম্বর আপিল করেন তার আইনজীবীরা। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন গ্রেফতার করা হয় মীর কাসেমকে। তখন থেকেই তিনি ট্রাইব্যুনালের নির্দেশে কারাগারে রয়েছেন।
ট্রাইব্যুনালে মীর কাসেমের বিরুদ্ধে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম, নবম, দশম, একাদশ, দ্বাদশ ও চতুর্দশ এই ১০টি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে একাদশ অভিযোগে সর্বসম্মতভাবে মৃত্যুদণ্ড দেয়া হলেও দ্বাদশ অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয়া হয় তাকে। প্রমাণিত অন্য আট অভিযোগে তাকে মোট ৭২ বছরের দণ্ড দেয়া হয় ।
এফএইচ/এএইচ/আরআইপি