ইডকল, বিআইএফএফএল ও মাকরাইল’র ‘সিন্ডিকেট ফাইন্যান্সিং’ চুক্তি


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

একটি আধুনিক ইটভাটা স্থাপনের লক্ষে ফরিদপুরের মধুখালীর মাকরাইল অটো গ্রিন ব্রিকস লি., ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানী লি. (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লি. (বিআইএফএফএল) এর মধ্যে ৩৫ কোটি টাকার একটি ‘সিন্ডিকেট ফাইন্যান্সিং’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল রোববার ঢাকা ক্লাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ইডকল’র নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী মাহমুদ মালিক, বিআইএফএফএল-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম. ফরমানুল ইসলাম এবং মাকরাইল অটো গ্রিন ব্রিকস লি.-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ সাদাফ জাফর নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

উল্লেখ্য, মাকরাইল অটো গ্রিন ব্রিকস্ লি. দিনে এক লাখ বিশ হাজার ইট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ও পরিবেশবান্ধব ‘কোল গ্যাসিফিকেশনভিত্তিক টানেল ক্লিন’ প্রযুক্তি ব্যবহার করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইডকল, বিআইএফএফএল, মাকরাইল ব্রিকস্-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।