সিডনি জুড়ে বোমা আতঙ্ক : স্কুল বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০৯:৫২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

বোমা হামলার হুমকির মুখে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনির বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। হুমকি পাওয়ার পর সোমবার অন্তত ৮টি স্কুলে অভিযান পরিচালনা করছে স্থানীয় পুলিশ।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিডনির হান্টারস হিল হাই স্কুল, সিডনি গার্লস হাই স্কুল, র্যান্ড উইক গার্লস হাই স্কুল, মোসমাম হাই স্কুল, রিভারসাইড গার্লস হাই স্কুল, জেমস রুজ অ্যাগ্রিকালচারাল হাইস্কুল, চেলটেনহ্যাম গার্লস হাই স্কুল এবং করিনবাগ হাই স্কুলে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্কুল থেকে শিক্ষার্থীদের কড়া নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে বাসায় পৌঁছে দেয়া হচ্ছে।

পুলিশের একজন নারী মুখপাত্র জানান, বোমা হামলার হুমকি পাওয়ার পর সর্বোচ্চ সতর্কতা নেয়া হয়েছে। এছাড়া হুমকি তেমন গুরুতর নয়। তবে সন্ত্রাসীদের এই হুমকির পর সিডনির ক্লিভল্যান্ডের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

মটরসাইকেল আরোহীদের বিকল্প রাস্তা ব্যবহারের পাশাপাশি হাতে অতিরিক্ত সময় নিয়ে বের হওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। দেশটির পরিবহন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ এ ঘটনার পর দেশটির শিক্ষা বিভাগের সঙ্গে সমন্বয় করে তদন্ত শুরু করেছে। একই সঙ্গে নাগরিকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দেয়া হয়েছে।

ওই মুখপাত্র আরো জানান, সিডনি জুড়ে বেশ কয়েকটি পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত হামলার হুমকির পক্ষে কোনো ধরনের বোমা বা অন্য বস্তু উদ্ধার করা যায়নি।  

এমন এক সময় সিডনিতে স্কুলে বোমা হামলার হুমকির ঘটনা ঘটলো যার দুদিন আগে শুক্রবার একই ধরনের হুমকির জেরে নিউ সাউথ ওয়েলস স্কুল বন্ধ করে দেয়া হয়। তবে শুক্রবারের ওই হুমকির পর পুলিশ অভিযান চালিয়ে কোনো কিছু উদ্ধার করতে পারেনি। একই সঙ্গে ওই হুমকি ভুয়া ছিল বলে জানায় পুলিশ।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।