গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে উন্নয়ন হবেই : এমাজ উদ্দিন


প্রকাশিত: ০৮:৩২ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

গণতন্ত্র ছাড়া সুশাসন সম্ভব নয় উল্লেখ করে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজ উদ্দিন আহমদ বলেছেন, “এ দেশে গণতন্ত্র থাকবে না, এটা অবিশ্বাস্য। উন্নয়ন না গণতন্ত্র, কোনো বিতর্কের বিষয় নয়। গণতন্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করলে উন্নয়ন হবেই।”

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘প্রবীণ রাজনীতিবীদ ডক্টর আর এ গণি’র স্মরণে শোক সভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে বড় দুই রাজনৈতিক দলের কাউন্সিল হবে। আশা করব এ কাউন্সিল নিয়ে আপনারা জনস্বার্থ বিরোধী কোনো কর্মকাণ্ড করবেন না।

রাষ্ট্রীয় কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে ড. এমাজ উদ্দিন বলেন, বিশেষ কোনো দল বা সরকারের অনুগত্য প্রকাশ করা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে আপনারা কোনো রাজনৈতিক দল বা সরকারের কর্ম না, আপনারা জনগণের সেবক।

আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বলেন, ৫ জানুয়ারি অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনি (শেখ হাসিনা) ক্ষমতা দখল করেছেন। এত দিন আমরা বলেছিলাম, এখন প্রধান বিচারপতিও বলছেন। বেগম জিয়া আপনাকে অনেক সময় দিয়েছেন। এবার আপনি নিজেই পদত্যাগ করুন। তা নাহলে জনগণ আপনাকে ছাড়বে না।

পুলিশ বাহিনীকে সকল রাজনৈতিক দলের স্বার্থ সংশ্লিষ্ট কাজ বা প্রভাব থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি।   

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে সভায় সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খাঁন, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।