পুলিশ সদস্যের শাস্তির দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের জিইসির মোড়ে এক আদিবাসী চিকিৎসককে মারধরের অভিযোগে পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বান্দরবান ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন ।
ডা. সানাইপ্রু ত্রিপুরা নামে ওই চিকিৎসক বেসরকারি সংস্থা দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন ।
শনিবার বিকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় পুলিশ সদস্য কর্তৃক মারধরের শিকার হন বলে দাবি করেন চিকিৎসকের স্বজনরা ।
এদিকে পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ না করলে অচিরেই আরও কঠোর কর্মসূচি দেবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন আদিবাসী নেতারা ।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য উইলিয়াম ত্রিপুরা, কাপেইন ফাউন্ডেশন এর সদস্য জন ত্রিপুরাসহ আরও অনেকে ।
সৈকত দাশ/এসএস/এমএস