পুলিশ সদস্যের শাস্তির দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৬:৫০ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামের জিইসির মোড়ে এক আদিবাসী চিকিৎসককে মারধরের অভিযোগে পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছে বান্দরবান ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম। সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন করেন ।

ডা. সানাইপ্রু ত্রিপুরা নামে ওই চিকিৎসক বেসরকারি সংস্থা দি লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন ।
শনিবার বিকালে চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় পুলিশ সদস্য কর্তৃক মারধরের শিকার হন বলে দাবি করেন চিকিৎসকের স্বজনরা ।

এদিকে পুলিশ সদস্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহণ না করলে অচিরেই আরও কঠোর কর্মসূচি দেবেন বলে হুশিয়ারি উচ্চারণ করেন আদিবাসী নেতারা ।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য উইলিয়াম ত্রিপুরা, কাপেইন ফাউন্ডেশন এর সদস্য জন ত্রিপুরাসহ আরও অনেকে ।

সৈকত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।