জবি শিক্ষক মাশরিকের ডিস্টিংশন ডিগ্রি লাভ


প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ মাশরিক হাসান মেহেদী উচ্চশিক্ষায় ডিস্টিংশন এমএসসি ডিগ্রি লাভ করেছেন। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন।

ইংল্যান্ডের সর্বোচ্চ একাডেমিক ফলাফল ডিস্টিংশন অর্জনকারী মাশরিকের ‘Ethical Investment and Sustainable growth’ শীর্ষক গবেষণা নতুন মোড় উন্মোচন করেছে। ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে জেনারেল ম্যারিট ও এশিয়ান ম্যারিট অ্যাওয়ার্ড অজর্নকারী মাশরিক বাগেরহাট সদর উপজেলার সোনাগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মেজবাহউজ জামান টিপু।

দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় রাজনৈতিক নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর স্নেহধন্য মাশরিকের শৈশব কেটেছে খুলনা শহরে। তিনি ২০০০ সালে বাণিজ্য বিভাগে সর্বোচ্চ নম্বর নিয়ে খুলনা জেলা স্কুল থেকে মাধ্যমিক ও ২০০২ সালে খুলনার এমএম সিটি কলেজ থেকেও সর্বোচ্চ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ থেকে বিবিএ এবং ২০০৯ সালে কৃতিত্বের সঙ্গে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মাশরিক বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে সোচ্চার ভূমিকা রেখে ছাত্র শিক্ষকের নানা সংকটে পাশে দাঁড়িয়ে অল্প সময়ে জবির ছাত্র শিক্ষকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও তিনি তার সাফল্যের এ ধারা অব্যাহত রাখবেন বলে জবি পরিবার আশা রাখেন।

এসএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।