গঙ্গা ব্যারেজে অর্থায়ন করতে চায় বিশ্বব্যাংক


প্রকাশিত: ০২:০০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, দেশের দক্ষিণ-পশ্চিম এলাকার আর্শিবাদ গঙ্গা ব্যারেজ নির্মাণের নকশা প্রণয়ন শেষ পর্যায়ে। ইতোমধ্যে বিশ্ব ব্যাংকসহ অনেকেই ব্যারেজ নির্মাণে অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে।

রোববার সন্ধ্যায় জাতীয় সংসদে এস এম আবুল কালাম আজাদের সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, গঙ্গা ব্যারেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি স্থাপনা। এই ব্যারেজ নির্মাণ হলে দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো লবণাক্ততা থেকে মুক্ত হবে। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ দারিদ্র্যের কষাঘাত থেকেও বাঁচবে।

গঙ্গা ব্যারেজ বাস্তবায়নের কাজ অনেক এগিয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এখন প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই এ প্রকল্পের কাজ শুরু হবে।

এইচএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।