সিরিয়ায় শিয়া মাজারে বিস্ফোরণে নিহত ৩০


প্রকাশিত: ১২:১২ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬

সিরিয়ার রাজধানী দামেশকের কাছে শিয়া মুসলিমদের মাজারে দুটি বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।

রোববার দেশটির সায়েদা জায়নব জেলার ওই মাজারে দুই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিলে এ হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচারিত খবরের ফুটেজে দেখা গেছে, মাজারের পাশে ভবন এবং গাড়ি আগুনে পুড়ছে। তবে টেলিভিশনে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। দামেশকের দক্ষিণাঞ্চলের ব্যাপক জনবহুল এ এলাকায় শিয়াদের মাজার রয়েছে। বিভিন্ন ধর্মীয় উৎসবে সেখানে ব্যাপক জনসমাগম ঘটে।

এমন এক সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন জাতিসংঘের উদ্যোগে জেনেভায় শান্তি আলোচনায় অংশ নিতে সিরীয় সরকারের প্রতিনিধি ও বিরোধী গোষ্ঠীগুলো সুইজারল্যান্ডে পৌঁছেছে। জাতিসংঘ বলছে সিরিয়ায় শান্তি প্রক্রিয়া ছয় মাসের জন্য বাস্তবায়নের লক্ষে আলোচনা অনুষ্ঠিত হবে।

সিরিয়ায় গত সাড়ে বছরের গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া গৃহহীন হয়ে পড়েছে আরো কয়েক লাখ মানুষ। এদের অধিকাংশই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয়ের আশায় পাড়ি জমাচ্ছে।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।