আবারো যুদ্ধের ষড়যন্ত্র করছে পাকিস্তান : শাজাহান খান


প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

পাকিস্তান আবারো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। পশ্চিমবঙ্গের কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের সভায় পাকিস্তানের বিরুদ্ধে এ অভিযোগ করেন তিনি।

সংঘের শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় তিনি বাংলাদেশের মানবসেবায় ভারত সেবাশ্রম সংঘের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেবামূলক কাজে সহযোগিতার জন্য মন্ত্রী তার তহবিল থেকে সংঘকে ৫ কোটি টাকা দিয়েছেন বলে জানান।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। একাত্তরের পাক সেনাদের সঙ্গে হাত মিলিয়ে রাজাকার বাহিনী নির্বিচারে হত্যা ও ধর্ষণে মেতে উঠেছিল। তাদের তো ক্ষমা করা যায় না। আর পাকিস্তান আস্ফালন করছে তারা যুদ্ধাপরাধী নয়। এমনকি ১৯৭২ সালে যে একশ ৯৫ পাক সেনাকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে বিচারের জন্য পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছিল তাদের নিঃশর্ত ক্ষমা করা হয়েছে।

প্রতিবেশি রাষ্ট্র হিসেবে ভারত বাংলাদেশকে সস সময় সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন শাজাহান খান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষত ‘দিদি’ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, পরামর্শ দেবেন এটা আমাদের আশা।

এসআইএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।