পাঁচটি বিষয় মানুষের জন্য গণীমত


প্রকাশিত: ০৯:৩১ এএম, ৩১ জানুয়ারি ২০১৬

আল্লাহ তাআলা বান্দার উপকারে সমগ্র জাহান সৃষ্টি করেছেন। আবার হিসাব গ্রহণেও থাকবে সর্বোচ্চ কঠোরতা। আল্লাহর সৃষ্টিতে মানুষের জন্য রয়েছে অনেক গণীমত। যারা সুযোগ বুঝে উক্ত গণীমতকে ইবাদাত-বন্দেগিতে লিপ্ত হয়ে কাজে লাগাবে, তাঁরাই নাজাত লাভ করবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাঁচটি বিষয়কে পাঁচটি বিষেয়র পূর্বে গণীমত মনে করতেন। যা এখানে তুলে ধরা হলো-

Subject-Inner

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন- পাঁচটি জিনিসের আগে পাঁচটি জিনিসকে (গণীমত) সুবর্ণ সুযোগ মনে করা-

১. বুড়ো হওয়ার আগে (ইবাদত করার জন্য) যৌবনকালকে হাতছাড়া না করা।

২. রোগব্যাধি আসার আগে সুস্থ অবস্থাকে (নেক আমল করার জন্য) সুযোগ মনে করা।

৩. অভাবগ্রস্ত হওয়ার আগে স্বচ্ছলতা বা টাকা-পয়সাকে (ইবাদতের সুযোগ মনে করে দান-সদকা করা) মর্যাদা দেয়া।

৪. (কাজকর্মে) ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে (নেক আমল করার জন্য) গণীমত মনে করা।

৫. মৃত্যু উপস্থিত হওয়ার আগে (নেক কাজ করার জন্য) জীবনকে সুবর্ণ সুযোগ মনে করে মর্যাদা দেয়া। (মুসতাদরেকে হাকিম, বয়হাকি)

সুতরাং জীবনের এ সুবর্ণ সুযোগকে গণীমত মনে করে বাস্তবে কাজে লাগিয়ে আখিরাতের পাথেয় লাভে এগিয়ে আসা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এ গণীমতের সুযোগ লাভ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।